সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রাথমিক দপ্তরী সুহেল।
হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সুহেল আমাদের মাঝে নেই।
হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো: সুহেল আহমদ, পিতা নাম সাবেক সহকারি শিক্ষক মরহুম আব্দুস সালাম, গ্রাম নয়াখেল, ডাক, লাফনাউট বাজার, ইউনিয়ন ৫ নং পূর্ব আলীরগাঁও, উপজেলা, গোয়াইনঘাট, জেলা সিলেট। তাহার কর্মরত বিদ্যালয়ের নাম, হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে গত ২০১৪ ইং সনে আউটসোর্সিং এর মাধ্যমে প্রাথমিক দপ্তরী পদে নিয়োগ পায়। সে গত ১২ দিন যাবত ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে লিভারে টিউমার ক্যানশারে চিকিৎসারত ছিলেন। তাকে গত পরশু ঢাকা থেকে তার নিজ গ্রামের বাড়ি নয়াখেল আনা হয়। এবং সে গতকাল বিকাল ৪ঃ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেন। রাত ৮:০০ ঘটিকার সময় দাফন সম্পন্ন হয়।